অনলাইন ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনার ঝড় উঠেছে। শুক্রবার দুপুরে বটতলা এলাকায় একটি গাছে ঝুলানো কাগজে লেখা দেখা যায়—
“হাতে ১০০ ভোট আছে। লাগলে জানাবেন। ফিক্সড–২০ হাজার। যোগাযোগ: (ঢাকা মেট্রো-ল-৬৩৬৫৪২) আ ফ ম কামাল উদ্দিন হল–বাইক।”
কাগজটি কে বা কারা ঝুলিয়েছে তা জানা যায়নি। বিশ্ববিদ্যালয়ের কামাল উদ্দিন হলের শিক্ষার্থীরা বিষয়টি দেখে কেউ হাস্যরস হিসেবে নিয়েছেন, আবার কেউ এটিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।
জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তৌহিদ সিয়াম বলেন, “যদি এটি মজা হয়, তাহলে সমস্যা নেই। কিন্তু সত্যি যদি ভোট কেনাবেচার প্রবণতা থাকে, তবে সেটা দুঃখজনক।”
		