অনলাইন ডেস্ক
রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামুনশিকড় গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে একই পরিবারের চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। মৃতরা হলেন মিনারুল ইসলাম (৩৫), তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিন (১৩) এবং মেয়ে মিথিলা (২)।
পুলিশ জানায়, মিনারুল গলায় ফাঁস দেন এবং তার আগে স্ত্রী ও সন্তানদের হত্যা করেন। ঘরে পাওয়া একটি হাতে লেখা চিরকুটে তিনি লেখেন— “আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে।” চিরকুটে তিনি আরও জানান, পরিবারের জন্য কষ্ট ও অপমানের জীবন রেখে যেতে চাননি।
স্থানীয় সূত্রে জানা যায়, মিনারুল আগে জুয়া খেলতেন, পরে ছেড়ে দেন। তবে তার প্রায় ২ লাখ টাকা ঋণ ছিল। প্রতি সপ্তাহে ২,৭০০ টাকা কিস্তি দিতে হতো, যা তিনি আর পরিশোধ করতে পারছিলেন না। এই নিয়ে পরিবারের মধ্যে দূরত্ব তৈরি হয়।
শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে মিনারুলের বাবা মাছ কিনে নাতনিকে ডাকতে গিয়ে ছেলেকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং চারজনের মরদেহ উদ্ধার করে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিনারুল স্ত্রী-সন্তানদের হত্যা করে আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে সিআইডি ও পিবিআই আলামত সংগ্রহ করেছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
