অনলাইন ডেস্ক
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে সংস্থাটির সোর্স হিসেবে কাজ করা আব্দুল হামিদ (৪০) গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড়ে এ ঘটনা ঘটে। অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহম্মেদের নেতৃত্বে সন্ত্রাসী ও মাদক কারবারি নুরুজ্জামানের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে আরও উপস্থিত ছিলেন কুখ্যাত সন্ত্রাসী রাখি সর্দার ও মিঠু লাল সর্দার। অভিযানের বিষয়টি বুঝতে পেরে তারা অস্ত্র দিয়ে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে আব্দুল হামিদ গুলিবিদ্ধ হন।
এসময় রাখি ও মিঠু পালিয়ে গেলেও নুরুজ্জামানকে ৫০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভীন আখতার জানান, গুলিবিদ্ধ সোর্সকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।
দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ জানান, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামিদের ধরতে অভিযান চলছে।
