অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) খসড়া ভোটার তালিকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১১৭ জন নেতার নাম অন্তর্ভুক্ত হয়েছে। গত বছরের ১৫ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। তালিকায় আরও আছেন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ১২৮ জনের মধ্যে সাতজন এবং মামলার ২৭ আসামি, যাদের মধ্যে দুজন বর্তমানে কারাগারে।
গত ৩০ জুলাই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ৩৯ হাজার ৯৩২ জন শিক্ষার্থীর নামসহ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের নাম আসায় শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
জানা গেছে, জুলাই মাসে শিক্ষার্থীদের ওপর হামলার পর সাধারণ শিক্ষার্থীরা প্রতিটি হলে ব্যাচভিত্তিক তালিকা তৈরি করে অভিযুক্তদের অবাঞ্ছিত ঘোষণা করে। একই বছরের ২১ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার শাহবাগ থানায় মামলা দায়ের করেন। পরে প্রশাসনিক তদন্তে গত মার্চে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১২৮ জনকে বহিষ্কার করে। তবে তালিকা অসম্পূর্ণ হওয়ায় শিক্ষার্থীরা সমালোচনা করেন এবং প্রশাসন অতিরিক্ত যাচাইয়ের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে, যা এখনও প্রতিবেদন জমা দেয়নি।
তদন্তে দেখা যায়, বহিষ্কৃতদের মধ্য থেকেই বিজয় একাত্তর হল ছাত্রলীগ সভাপতি সজীবুর রহমান সজীব, নিঝুম ইফতার, পারভেজ মুন্সী, বায়জিদ বোস্তামী, সাকিব হাসান, শেখ মুজিবুর রহমান হলের শাহনেওয়াজ পল্লব এবং কবি জসীম উদ্দীন হলের আশিকুর রহমানসহ মোট ১১৭ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীর নাম ডাকসুর খসড়া ভোটার তালিকায় স্থান পেয়েছে।
এ বিষয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন–২০২৫ এর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “এটি খসড়া তালিকা। যেসব ছাত্রলীগ নেতাকর্মীর নাম এতে রয়েছে, তাদের চিহ্নিত করে আমরা ১১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবো।”
উল্লেখ্য, আজ (সোমবার) বিকেল ৪টায় ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হবে।
