অনলাইন ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে কক্সবাজার সফরে যাওয়ায় দলের শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। এদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে বিষয়টির লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আজ বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে এই ব্যাখ্যা চাওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, ৫ আগস্ট ‘জুলাই অভ্যুত্থান’-এর প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একদিনে ব্যক্তিগত সফরে কক্সবাজার গেছেন হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসিরুদ্দীন পাটওয়ারী ও খালেদ সাইফুল্লাহ। এই সফর নিয়ে আগে থেকে দলীয় পর্ষদকে কিছু জানানো হয়নি।
এ কারণে দলীয় সিদ্ধান্ত অমান্য করার বিষয়টি ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তাদেরকে বলা হয়েছে, আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের কাছে ২৪ ঘণ্টার মধ্যে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
এনসিপি নেতারা জানিয়েছেন, এটি কোনো দলীয় সফর নয়, তারা ব্যক্তিগতভাবে কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন। ক্লান্তি দূর করার জন্যই এই রিফ্রেশমেন্ট ভ্রমণ।
তবে এই সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে, তারা নাকি কক্সবাজারের এক হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। যদিও এনসিপির একাধিক নেতা এই অভিযোগ ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।