অনলাইন ডেস্ক
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা, যারা নিজেদের ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে পরিচিত করছেন।
‘জুলাইযোদ্ধা সংসদ’ নামে একটি সংগঠনের ব্যানারে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে তারা এ অবস্থান কর্মসূচি শুরু করেন। শুক্রবার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্তও তারা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন।
শাহবাগ মোড় বন্ধ থাকায় আশপাশের রাস্তায় তীব্র যানজট দেখা দেয়। কাটাবন মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, মৎস্য ভবন এলাকা ও শাহবাগ থানার সামনে থেকে যানবাহন ঘুরিয়ে দেওয়া হয়। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ অবরোধ সরাতে চাইলে আন্দোলনকারীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। কেউ কেউ মোটরসাইকেল নিয়ে ফিরে যেতে বাধ্য হন এবং ক্ষোভ প্রকাশ করেন।
আন্দোলনকারীরা স্লোগান দেন, “জুলাই সনদ দিতে হবে”, “টালবাহানা চলবে না” ইত্যাদি।
জুলাইযোদ্ধা সংসদের আহ্বায়ক আরমান শাফিন বলেন, ‘সরকার কোনো স্পষ্ট ও ইতিবাচক সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা দেশের ৬৪ জেলা থেকে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে নিয়ে এসেছি। সবাই নিজ নিজ খাবার-দাবার সঙ্গে নিয়ে এখানে অবস্থান করছি।’
তাদের মূল দাবিগুলো হলো:
জুলাই শহীদ ও যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি
শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণ নিশ্চিত করা
আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও চাকরি নিশ্চিত করা
শহীদ পরিবার ও আহতদের জন্য সম্মানজনক ভাতা
তাদের জন্য বিশেষ আইনগত সহায়তা কেন্দ্র গঠন
দমন-পীড়নের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে সম্পন্ন করা
একটি স্বাধীন ‘সত্য ও ন্যায় কমিশন’ গঠন
আন্দোলনকারীরা দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
