অনলাইন ডেস্ক
‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর খসড়া প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই খসড়া সনদ পর্যালোচনার জন্য দেশের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। দলগুলোর মতামত পাওয়ার পর এটি চূড়ান্ত করা হবে এবং স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হবে।
খসড়া সনদ বিশ্লেষণ করে দেখা গেছে, এতে সাতটি মূল অঙ্গীকার করা হয়েছে। এসব অঙ্গীকারে রাজনৈতিক সংস্কার, সাংবিধানিক পরিবর্তন এবং ২০২৪ সালের গণআন্দোলনের স্বীকৃতির প্রতিশ্রুতি রয়েছে।
সনদে বলা হয়েছে, আমরা যারা এই সনদে স্বাক্ষর করছি, তারা নিম্নলিখিত বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ:
১. হাজারো মানুষের ত্যাগ, রক্ত ও জীবন দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে, সেই ভিত্তিতে গঠিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ সম্পূর্ণভাবে বাস্তবায়ন করব।
২. এই সনদে বিচারব্যবস্থা, নির্বাচন, প্রশাসন, পুলিশ এবং দুর্নীতিদমন সংক্রান্ত যেসব সুপারিশ রয়েছে, তা বাস্তবায়নে প্রয়োজনীয় সাংবিধানিক ও আইনগত পরিবর্তন, পরিমার্জন ও নতুন আইন প্রণয়ন করব।
৩. এসব সংস্কার ‘জুলাই সনদ’ গৃহীত হওয়ার পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার দায়িত্ব নেওয়ার দুই বছরের মধ্যে বাস্তবায়ন করব এবং তা স্থায়ীভাবে টিকিয়ে রাখার অঙ্গীকার করছি।
৪. সব সুপারিশ দুই বছরের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করব।
৫. সনদের প্রতিটি ধাপ আইনি ও সাংবিধানিক নিরাপত্তার আওতায় রাখা হবে।
৬. এই সনদের বাস্তবায়ন ও আইনগত সুরক্ষা দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
৭. ২০২৪ সালের গণতান্ত্রিক ও বৈষম্যবিরোধী আন্দোলনের গুরুত্বকে সংবিধানে যথাযথভাবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।
