অনলাইন ডেস্ক
জুলাই ২৪-এর গণ-অভ্যুত্থনে শহীদদের স্মরণে এক সভার আয়োজন করেছিল ‘জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি’। শনিবার (২৬ জুলাই) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নাম থাকলেও তিনি উপস্থিত হননি। এছাড়া অন্যান্য উপদেষ্টাদের জন্য আসন সংরক্ষিত থাকলেও কেউ আসেননি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আয়োজকরা ও উপস্থিত অনেকে।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান সভায় বলেন, ‘প্রথম সারির আসনগুলো উপদেষ্টাদের জন্য রাখা হয়েছিল। কিন্তু একজনও এলেন না। এটি শহীদ পরিবারের সঙ্গে তামাশার মতো। শহীদ মায়েদের কথা শুনতে কি এত কষ্ট?’
তিনি আরও বলেন, ‘যেখানে শহীদ পরিবারের সদস্যরা এসেছেন, সেখানে প্রধান উপদেষ্টা উপস্থিত না থেকে অন্যায় করেছেন।’
সভায় তিনি আরও অভিযোগ করেন, ‘যারা চোখের সামনে গুলি খেয়ে শহীদ হতে দেখেননি, রাজপথে নামেননি—তাদের দিয়ে আজ অন্তর্বর্তী সরকার চলছে। এটা লজ্জার।’
শহীদ পরিবার সোসাইটির সাধারণ সম্পাদক মো. রবিউল আওয়াল বলেন, ‘আমরা দুই মাস ধরে উপদেষ্টাদের দাওয়াত দিয়েছি। যদি না আসতেন, আগে জানাতেন। কিন্তু তারা মিথ্যা আশ্বাস দিয়েছেন।’ অনুষ্ঠানের ঠিক আগে পর্যন্তও তাদের আসার আশ্বাস মিললেও কেউ আসেননি। এ ঘটনায় অনেক শহীদ পরিবারের সদস্য সভা ছেড়ে চলে যান।
