অনলাইন ডেস্ক
সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা ভেতরে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। তখন শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে আসেন।
ঘটনাস্থলে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। এতে কিছু শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানা গেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে।
এরপর লাঠিচার্জের পর ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা গুলিস্তান জিরো পয়েন্ট ও শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন।
এর আগে দুপুর থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। তারা অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এবং শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবি জানান। সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল করে শিক্ষা ভবনের দিকে যান এবং সেখানে প্রবেশের চেষ্টা করেন। পরে তারা সচিবালয়ের সামনে এসে অবস্থান নেন।
শিক্ষার্থীরা জানান, পুলিশ ২০ মিনিট সময় নিয়ে সরকারের প্রতিনিধি পাঠানোর আশ্বাস দিয়েছিল, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কেউ আসেনি। এরপর তারা সচিবালয়ে প্রবেশের চেষ্টা করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন এবং ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ স্লোগান দিতে থাকেন।