অনলাইন ডেস্ক
রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামের সামনে শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে, পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে।
ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের সচিবালয় এলাকা থেকে লাঠিচার্জ করে সরিয়ে দেয় পুলিশ। পরে তারা গুলিস্তান ও শিক্ষা ভবনের দিকে অবস্থান নেয়।
গুলিস্তানে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শিক্ষার্থীরা ইট ছুড়লে পুলিশ পাল্টা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের গলিতে সরে যায়।
এর আগে বিকেল ৪টার দিকে কিছু শিক্ষার্থী সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং ভাঙচুর চালায়। তখন আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে তাদের বের করে দেয়। এ সময় সচিবালয়ের আশপাশে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ার শব্দ শোনা যায়।
ঘটনার পর শিক্ষার্থীরা আবারও গুলিস্তান ও শিক্ষা ভবনের সামনে জড়ো হয়। আন্দোলনকারীরা জানান, তারা অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবি করছেন।
দুপুরে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাইন্সল্যাব থেকে মিছিল করে শিক্ষা ভবনের সামনে আসে। তারা ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করে, পরে সচিবালয়ের সামনেই অবস্থান নেয়।
শিক্ষার্থীরা বলেন, পুলিশের পক্ষ থেকে আলোচনার আশ্বাস দিয়ে ২০ মিনিট সময় নেয়া হলেও কেউ আসেনি। এরপরই তারা সচিবালয়ে ঢোকার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’—এমন স্লোগান দিতে থাকে।