অনলাইন ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, “বাংলাদেশে কোনো বড় ছাত্রসংগঠন কেন্দ্রীয় পর্যায়ে শুধু ‘রানিং’ (চলমান শিক্ষার্থী) দিয়ে পরিচালনা সম্ভব নয়। কারণ, অনার্সের তৃতীয় বা চতুর্থ বর্ষের কোনো শিক্ষার্থী যদি সারাদেশে সংগঠনের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাহলে সে নিয়মিত পড়াশোনা করতে পারবে না, ফলে পাস করাও কঠিন হবে।”
সম্প্রতি ‘ফেস দ্য পিপল’ টকশোতে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসুদ মান্নান। টকশোর এ বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রাকিব বলেন, “২০২৪ সালে ছাত্রদলের যে কমিটি হয়েছে, তা খুনি হাসিনার পতনের আন্দোলনে আমাদের ভূমিকা বিবেচনায় গঠিত। গণতন্ত্র পুনরুদ্ধারের সেই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। তবে এখন বাস্তবতা বিবেচনায় ‘রানিং স্টুডেন্ট’দের দিকে অগ্রসর হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি।”
তিনি আরও বলেন, “আমি নিজে ফিজিক্স বিভাগের শিক্ষার্থী। সপ্তাহে চারদিন ল্যাব ক্লাস থাকে, সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাস করতে হয়। এই অবস্থায় সারাদেশের সংগঠন চালানো অসম্ভব। বাস্তবভাবে মাস্টার্স বা ডাবল মাস্টার্স পড়ুয়া ছাত্রদেরই এ ধরনের দায়িত্ব পালন করতে হয়।”
তবে রাকিব বলেন, “প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই ‘রানিং স্টুডেন্ট’দের নিয়েই কমিটি গঠন করা হবে—এটা আমাদের বিশ্বাস। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানও এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। ইতোমধ্যে আমরা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১,৫০০ কমিটি দিয়েছি, যেগুলোর সবই চলমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত। ভবিষ্যতেও কেন্দ্রীয় কমিটিতে জুনিয়রদের গুরুত্ব দিয়ে নতুন কমিটি হবে।”
