অনলাইন ডেস্ক
বাংলাদেশে তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার মিশন চালু হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের পক্ষে সই করেন মানবাধিকার–বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। আজ শুক্রবার জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার দপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যেই এই মিশন চালু হচ্ছে। গত বছরের আগস্ট থেকে জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে মানবাধিকার সংক্রান্ত যোগাযোগ বাড়তে থাকে।
জাতিসংঘ জানায়, গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্ত ও তথ্যানুসন্ধানে তারা বাংলাদেশ সরকারসহ অন্যান্য অংশীজনদের সঙ্গে কাজ করছে।
জাতিসংঘ হাইকমিশনার ফলকার টুর্ক বলেন, “এই মিশন চালু হওয়া বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমাদের কাজকে আরও ফলপ্রসূ করবে। এতে সরকারের পাশাপাশি নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ মিলবে।”
মিশনটি বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়তা করবে। সরকারি কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাও দেবে এই মিশন।