অনলাইন ডেস্ক
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (১০ জুলাই)। ফলাফলে কেউ অসন্তুষ্ট হলে, তারা আজ থেকেই খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। এই আবেদন চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।
আবেদন পদ্ধতি ও নিয়মাবলি:
আবেদন করতে হবে টেলিটক মোবাইল থেকে।
প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:
RSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড
উদাহরণ: RSC DHA 123456 ১০১,১০২
তারপর এটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
একাধিক বিষয়ের কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করতে হবে।
এসএমএস পাঠানোর পর ফিরতি বার্তায় ফি কাটা ও কনফার্মেশনের তথ্য জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত নিয়মাবলি পাওয়া যাবে:
www.teletalk.com.bd
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে।
পুনঃনিরীক্ষণে কী দেখা হবে?
পুনঃনিরীক্ষণের অর্থ প্রশ্নপত্র পুনর্মূল্যায়ন নয়। বোর্ড কেবল এই বিষয়গুলো যাচাই করে—
সব উত্তরের নম্বর যোগ হয়েছে কি না,
কোনো উত্তর ভুলক্রমে বাদ পড়েছে কি না।
পরীক্ষায় ফেল করেছে কতজন?
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে
ছাত্র: ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন
ছাত্রী: ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন
