অনলাইন ডেস্ক
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় সহ-সভাপতি জকির উদ্দীন আবিরকে প্রধান করে যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হাসান ও সাইদুল ইসলামকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৬ জুলাইয়ের মধ্যে তদন্ত করে কেন্দ্রীয় সংসদে লিখিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাবিপ্রবি ছাত্রদলের কর্মী শামীম আশরাফীর বিরুদ্ধে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সঠিক তদন্ত করে প্রতিবেদন দিতে এই কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, গত ৩০ জুন হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসে ছাত্রদলকর্মী শামীম আশরাফীর নেতৃত্বে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে ২ জুলাই দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাংবাদিক সমিতি। সেখানে সমিতির সাধারণ সম্পাদক মো. তানভীর হোসাইন লিখিত বক্তব্যে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিচারের দাবি জানান।