অনলাইন ডেস্ক
বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক (Proportional Representation–PR) নির্বাচনী পদ্ধতি কতটা উপযোগী, তা নতুন করে ভাবার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় শহীদ পরিবারদের সম্মানে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানটি ছিল ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত।
তারেক রহমান বলেন, “সংখ্যানুপাতিক ভোটব্যবস্থা দেশে ঐক্যের বদলে বিভক্তি তৈরি এবং অস্থিতিশীল সরকার গঠনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই সব রাজনৈতিক দলকে এটি গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, “সংস্কার নিয়ে প্রতিটি রাজনৈতিক দল তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে প্রস্তাব দিয়েছে। কিন্তু এসব প্রস্তাব বাস্তবিকভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কতটা প্রযোজ্য, সেটাও চিন্তা করা দরকার।”
তারেক রহমান মনে করেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখতে হলে জনগণের ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি প্রশ্ন তোলেন, “সংখ্যানুপাতিক ভোটব্যবস্থার আড়ালে আবারও কি দেশে ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের সুযোগ তৈরি করা হচ্ছে? এমন আশঙ্কার বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে।”
তিনি সতর্ক করে বলেন, “নিত্যনতুন ইস্যু সামনে এনে রাজনৈতিক দলগুলো যদি শুধু অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়েই ব্যস্ত থাকে, তাহলে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রশ্নের বাইরে থেকে যাবে।”
প্রসঙ্গত, জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন এবং কমিউনিস্ট পার্টিসহ বেশ কিছু দল বর্তমানে সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থার দাবি জানিয়ে আসছে। তবে বিএনপি এখনো প্রচলিত সংসদীয় পদ্ধতির পক্ষেই অবস্থান নিয়েছে এবং পিআর পদ্ধতির বিরোধিতা করে আসছে।
