অনলাইন ডেস্ক
২০২৫ সালের আলিম পরীক্ষায় বাংলা প্রশ্নপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে করা একটি প্রশ্ন ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) অনুষ্ঠিত এই পরীক্ষার প্রশ্নটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে বিস্ময় ও ক্ষোভ তৈরি হয়েছে।
প্রশ্নপত্রের একটি অংশে শেখ মুজিবুর রহমানের একটি বক্তব্য তুলে ধরা হয়— “ভরসা হলো, আর দমাতে পারবে না।” এরপর প্রশ্ন রাখা হয়, এই ভরসা হওয়ার কারণ কী ছিল? চারটি বিকল্প উত্তরের মধ্যে ছিল:
(ক) বাঙালি বুঝেছে, তাদের মুখের ভাষা কেড়ে নিতে চায়
(খ) একুশে ফেব্রুয়ারির গুলির খবরে সারা দেশে হরতাল হয়
(গ) ফরিদপুরে রাজবন্দীর মুক্তির দাবিতে স্লোগান হয়
(ঘ) বঙ্গবন্ধুকে জেল থেকে মুক্তি দেওয়া হয়
এই প্রশ্ন নিয়ে অনেকেই ফেসবুকে নানা মন্তব্য করছেন। এক শিক্ষার্থী লিখেছেন, “জুলাই মাস শুরু হতে না হতেই এমন প্রশ্ন কেন করা হলো— তা নিয়ে ভাবতে হচ্ছে।” আরেকজন বলেন, “বিষয়বস্তু প্রাসঙ্গিক হতে পারে, তবে প্রশ্নটি করার ধরন বিভ্রান্তিকর ছিল।”
তবে মাদ্রাসা শিক্ষা বোর্ড বলছে, প্রশ্নটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রকাশিত মূল পাঠ্যবই থেকেই নেওয়া হয়েছে। এখনো পাঠ্যবইয়ে ওই অংশটি থাকায় কেউ ইচ্ছাকৃতভাবে সেটি প্রশ্নপত্রে অন্তর্ভুক্ত করেছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান জানান, বিষয়টি তারা জেনেছেন এবং চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, “এই প্রশ্ন উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে বলে আমরা মনে করি। ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে, দায়ী ব্যক্তিকে বহিষ্কার করা হবে।”