অনলাইন ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বিএনপি চায় জনগণই যেন রাজনৈতিক ক্ষমতার মালিক হয়।” মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, “এখনই সময় জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনের। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। বিএনপি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”
তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমি আমার প্রথম বক্তব্যে শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছিলাম— অনেক মা তাঁদের সন্তান হারিয়েছেন, অনেকে হারিয়েছেন স্বামী বা ভাই। তাঁদের আত্মত্যাগের মাধ্যমেই বাংলাদেশ একটি নতুন বিজয় দেখেছে। শহীদরা শুধু পরিবারের সদস্য নয়, তাঁরা দেশের গৌরব এবং মুক্তিকামী জনতার প্রতীক। তাঁদের প্রতি রইল গভীর শ্রদ্ধা।”
তারেক রহমান আরও বলেন, “যেভাবে জাতি ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের ভুলে যায়নি, ঠিক তেমনি ২০২৪ সালের আন্দোলনের যোদ্ধাদেরও ভুলবে না। বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে বিভিন্ন স্থাপনা শহীদদের নামে নামকরণের পরিকল্পনা রয়েছে। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে চাই। তাহলেই রাজনৈতিক দুর্নীতি ও অপশাসন কমবে বলে আমাদের বিশ্বাস।”
ঐতিহাসিক গণঅভ্যুত্থান ২০২৪-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির উদ্বোধন হয় ১ জুলাই ঢাকায় অনুষ্ঠিত আলোচনা সভা ও বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এছাড়া শহীদ পরিবার, আহত নেতাকর্মী, গণআন্দোলনের অংশগ্রহণকারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বুদ্ধিজীবী, সাংবাদিক ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে আন্দোলনের ইতিহাস নিয়ে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।