ডেস্ক রিপোর্ট
বলিউডের গ্ল্যামার দুনিয়ায় নানান অজানা ঘটনা লুকিয়ে থাকে পর্দার পেছনে। সম্প্রতি এমনই একটি মজার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অভিনেত্রী বিপাশা বসু। এর সঙ্গে জড়িত ছিলেন জনপ্রিয় অভিনেতা আর মাধবন।
ঘটনাটি ২০১২ সালের, যখন ‘জোরি ব্রেকার’ নামের একটি রোমান্টিক সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন মাধবন ও বিপাশা। ছবিতে একটি চুম্বনের দৃশ্য ছিল যা করতে প্রথমে দ্বিধায় পড়েছিলেন বিপাশা। কারণ মাধবনের স্ত্রী তার ঘনিষ্ঠ বন্ধু। তবে পরিচালক দৃশ্যটির গুরুত্ব বুঝিয়ে তাকে রাজি করান।
শুটিংয়ের সেই অংশটি শেষ করেই হঠাৎ অস্বস্তি অনুভব করেন বিপাশা। তিনি জানান, দৃশ্যটি করার পরপরই দ্রুত নিজের ঘরে চলে যান। কারণ তার গা গুলিয়ে উঠছিল। পরে জানা যায়, শুটিংয়ের আগে মাধবন পেঁয়াজযুক্ত খাবার খেয়েছিলেন। মুখে থাকা সেই গন্ধই আসলে বিপাশাকে অস্বস্তিকর অবস্থায় ফেলে দেয়।
এই ঘটনাটি নিয়ে কোনো বিতর্ক বা মনোমালিন্য না হলেও স্মৃতি হিসেবে এটি থেকে গেছে বিপাশার মনে। তিনি জানান, “এটা একেবারেই স্বাভাবিক একটি বিষয়। তবে আমি তখন সত্যিই অসুস্থ হয়ে পড়েছিলাম। মাধবন জানতেও পারেনি সে খাবার খাওয়ার পর এমন কিছু হতে পারে।”
তবে এই ছোট্ট অস্বস্তিকর অভিজ্ঞতা তাদের বন্ধুত্বে বিন্দুমাত্র ছায়া ফেলেনি। এখনও মাধবনের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে, এবং তারা মাঝে মাঝেই যোগাযোগ করেন।
শুটিং ফ্লোরে ঘটে যাওয়া ছোট ছোট বিষয় কখনও হাসির, কখনও স্মৃতির, কিন্তু শিল্পীদের পেশাদারিত্ব এসব সামলে নিতে জানে। আর মাধবন-বিপাশার এই গল্প সেটারই এক সুন্দর উদাহরণ।