বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি ও সেক্রেটারির ছাত্রলীগে সম্পৃক্ত থাকার প্রমাণ ছাত্রদলের কাছে রয়েছে। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক সভাপতি সরাসরি ছাত্রলীগের কমিটিতে যুক্ত ছিলেন। এখন ছাত্রশিবির ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। ভবিষ্যতে এমন কিছু ঘটলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৩টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ছাত্রদলের মাসব্যাপী ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ছাত্রদল সভাপতি আরও বলেন, “আহ্বায়ক কমিটিতে যারা নিষ্ক্রিয়, তাদের নাম ৫-৬ দিনের মধ্যে তালিকা করে জমা দিতে হবে। এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। যাচাই-বাছাই শেষে প্রতিটি বিভাগে রানিং শিক্ষার্থীদের দিয়েই কমিটি গঠন করা হবে।”
তিনি আরও বলেন, “ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এতদিন পরও তাঁর ছাত্রত্ব কীভাবে থাকে? যারা জামায়াতপন্থী ও ছাত্রদলের সমালোচনা করেন, তারা যেন নিজেদের ছাত্রসংগঠনের নেতাদের শিক্ষাবর্ষও স্পষ্ট করে জানান।”
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জবি ছাত্রদলের অনেক নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। এখনো অনেকের লাশ পাওয়া যায়নি। আমাদের রাজনৈতিক অভিভাবক স্বয়ং জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন।”