ডেস্ক রিপোর্ট
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের একটি নির্দিষ্ট বিভাগের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে।
শুক্রবার বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম লিখেছেন, “এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় দুর্বলতা হলো—উপদেষ্টা পরিষদ গঠন থেকে শুরু করে উন্নয়ন বাজেট বরাদ্দ—সব জায়গাতেই একটি বিভাগের প্রতি অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে বাকি অঞ্চলগুলো অবহেলার শিকার হচ্ছে।”
তিনি আরও বলেন, “সরকারের উচিত সমতা বজায় রেখে দেশের সব অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করা। পক্ষপাতমূলক আচরণ দীর্ঘমেয়াদে জাতীয় ঐক্যের জন্য হুমকি হতে পারে।”
সারজিস আলমের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করলেও, কেউ কেউ এ নিয়ে ভিন্নমতও প্রকাশ করেছেন।
জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
Saturday, October 11
BREAKING NEWS
Previous Articleযেকারণে সরোয়ার তুষারের সেই অডিও ফাঁস
Next Article ছাত্রদলে পেলেন পদ, অথচ জানেন না কিছুই
Related Posts
Add A Comment
Company
Subscribe for Update news
Get the latest creative news from Samoyik News team.
© 2025 Samoyik News. Designed by SunriseItSolution.