রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর বাসায় চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতে রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর এলাকায় এই চুরির ঘটনা ঘটে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বাসার নিচতলার চারটি কক্ষের তালা ভেঙে দুর্বৃত্তরা ভিতরে ঢুকে তছনছ করে এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ সময় বাসায় কেউ ছিলেন না। অ্যাডভোকেট লিয়াকত আলী বর্তমানে তার স্ত্রীকে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। তার স্ত্রী কিডনি রোগে আক্রান্ত হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। গত বুধবার তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকায় যান, ফলে বাসাটি ফাঁকা ছিল।
শুক্রবার সকাল ৯টার দিকে বাসার দোতলায় নির্মাণকাজ করতে আসা শ্রমিকেরা দরজার তালা ভাঙা ও ঘরের আসবাবপত্র এলোমেলো দেখতে পান। পরে তারা প্রতিবেশী শাকিলকে জানালে শাকিল বিষয়টি ফোনে লিয়াকত আলীকে জানান।
ঘটনার পর নিজের ফেসবুকে একটি আবেগময় স্ট্যাটাসে লিয়াকত আলী লেখেন, “দুর্ভাগ্য যখন আসে, একসাথে সব কিছু নিয়ে আসে। ঢাকায় হাসপাতালে স্ত্রীর পাশে আছি, আর এদিকে রাতের আঁধারে আমার বাসায় তালা ভেঙে চুরি হয়েছে। প্রায় সব কিছুই লুট হয়ে গেছে।”
মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, “আমি এখনো বুঝতে পারিনি কী কী চুরি হয়েছে, তবে বাসায় অনেক মূল্যবান জিনিস ছিল। রাজবাড়ীতে ফিরে বিস্তারিত জানতে পারব।”
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”