আজ ১১ মে বিশ্ব মা দিবস। ‘মা’ এই ছোট্ট শব্দটিই জীবনের সবচেয়ে বড় আশ্রয়। মায়ের স্নেহ, মমতা আর নিঃস্বার্থ ভালোবাসার কোনো তুলনা নেই। তাই প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার সারা বিশ্বে এই দিনটি পালিত হয় মায়েদের সম্মান ও কৃতজ্ঞতা জানানোর জন্য।
মাকে ভালোবাসতে কোনও বিশেষ দিনের দরকার হয় না। প্রতিদিনই সন্তানের হৃদয়ে থাকে মায়ের জন্য ভালোবাসা। তবে আজকের দিনটিকে আলাদাভাবে মাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানানোর একটা বিশেষ সুযোগ হিসেবে দেখা হয়।
মা দিবসের সূচনা হয় অনেক আগেই। প্রাচীন গ্রিসে এর উদযাপন দেখা গেলেও আধুনিক মা দিবস চালু করেন এক মার্কিন নারী। ১৯০৫ সালে মারা যান আনা জারভিস নামের এক নারী। এরপর তার মেয়ে আনা মারিয়া রিভস জারভিস মায়ের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে শুরু করেন এই উদ্যোগ। ১৯০৭ সালে প্রথমবার মা দিবস হিসেবে একটি রোববার উদযাপন করা হয়। আর ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে জাতীয় মা দিবস হিসেবে ঘোষণা করেন।
বাংলাদেশেও মা দিবস উদযাপন করা হয় ঘরোয়া পরিসরে। সন্তানরা মাকে ফুল, উপহার ও ভালোবাসার বার্তা দিয়ে শুভেচ্ছা জানান। কেউ কেউ সামাজিক মাধ্যমে ছবি, কবিতা বা বার্তা দিয়ে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। ফ্যাশন ব্র্যান্ডগুলোর মধ্যেও থাকে বিশেষ আয়োজন। যেমন রঙ বাংলাদেশ প্রকাশ করেছে মা দিবসের জন্য বিশেষ টাই-ডাই কটন শাড়ির কালেকশন।
মা দিবসের মূল বার্তা হলো মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও স্নেহকে সম্মান জানানো। মায়ের অবদান শুধু পরিবারে নয় পুরো সমাজ গঠনে অপরিসীম। তাই এই দিনে আসুন আমরা সব মায়েদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। পৃথিবীর সব মায়েরা যেন সুস্থ ও সুখী থাকেন, এটাই হোক আমাদের প্রত্যাশা।
