অনলাইন ডেস্ক
রাজধানীর পল্লবীর আলব্দিরটেক এলাকায় ৫ কোটি টাকা চাঁদা না দেওয়ায় এ কে বিল্ডার্স নামে একটি নির্মাণ প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা গুলি ছুড়লে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা শরিফুল ইসলাম আহত হন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা ঘটেছে শুক্রবার (১১ জুলাই)।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠানটির পরিচালক ইয়াসিন খান বলেন, “তিন সপ্তাহ আগে জামিল নামে একজন ব্যক্তি ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় দুইবার হামলা হয়। সিসি ক্যামেরা ও নানা যন্ত্রপাতি ভাঙচুর করা হয়। এরপর গতকাল আবারও ৩০-৪০ জন এসে হামলা চালায় ও চারটি গুলি ছোড়ে। এতে শরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন।”
এ বিষয়ে ওসি শফিউল ইসলাম আরও জানান, গুলিবর্ষণের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বা কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
