অনলাইন ডেস্ক
১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালিত হলেও এদিন সরকারি ছুটি থাকবে না।
মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্র অনুযায়ী, ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ‘খ’ শ্রেণিভুক্ত দিবসের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই শ্রেণিভুক্ত দিবসগুলো সরকারিভাবে পালন করা হলেও সেদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয় না।
এদিকে ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ‘ক’ শ্রেণিভুক্ত দিবসের তালিকায় রাখা হয়েছে। তাই ৫ আগস্ট সাধারণ ছুটি থাকবে।
‘খ’ শ্রেণির দিবসগুলো সীমিত পরিসরে পালন করা হয়। এদিন সরকারি অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চালু থাকে।
