অনলাইন ডেস্ক
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে ‘জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে’র বিচার প্রয়োজনীয় গতিতেই এগোচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, “বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন, ততটুকুই নিচ্ছি। একদিনও বাড়তি সময় নিচ্ছি না।”
সোমবার (৩০ জুন) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
তাজুল ইসলাম বলেন, “বিচার দ্রুত শেষ করার পাশাপাশি আমরা ন্যায়বিচারের সব মানদণ্ড বজায় রাখার চেষ্টা করছি। এতে কতদিন লাগছে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।”
তিনি আরও বলেন, “বিচার প্রক্রিয়াকে মোবাইল কোর্টের মতো তাড়াহুড়ো করে শেষ করা সম্ভব নয়। সময় লাগবে, তবে অযথা দেরি করবো না।”
চিফ প্রসিকিউটর আরও জানান, “বাকি বিচার প্রক্রিয়া কত দ্রুত এগোবে, তা আদালতের ওপর নির্ভর করে। আমরা প্রসিকিউশন থেকে যথাসময়ে কাজ করছি এবং করবো। একদিনও অতিরিক্ত সময় নেওয়া হবে না।”
উল্লেখ্য, আগামীকাল ১ জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।