বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি নিষিদ্ধ করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গত বৃহস্পতিবার (২২ মে) যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে হোয়াইট হাউজ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান দ্বন্দ্বের মাত্রা স্পষ্টভাবে উঠে এসেছে।
বিবৃতিতে জানানো হয়, হার্ভার্ড এখন থেকে আর নতুন কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদেরও স্থানান্তর করতে হবে, অন্যথায় তারা তাদের আইনি অবস্থান হারাবে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেন, হার্ভার্ডকে ক্যাম্পাসে সহিংসতা, ইহুদিবিদ্বেষ এবং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের জন্য দায়ী করছে ট্রাম্প প্রশাসন। তার ভাষ্য অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীদের ভর্তি কোনো অধিকার নয়, এটি একটি সুযোগ মাত্র, যা অনেক বিশ্ববিদ্যালয় অর্থনৈতিকভাবে ব্যবহার করছে।
তিনি আরও জানান, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘স্টুডেন্ট এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সার্টিফিকেশন’ বাতিল করা হয়েছে। এই প্রোগ্রামটির তদারকি করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগ, যা নোয়েমের নেতৃত্বাধীন সংস্থার আওতাভুক্ত।
এই সিদ্ধান্তের ফলে হার্ভার্ড শুধু নতুন বিদেশি শিক্ষার্থীই ভর্তি করতে পারবে না, বরং বর্তমানে যারা রয়েছেন, তাদের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করতে হবে যেন তারা যুক্তরাষ্ট্রে থাকার আইনি মর্যাদা বজায় রাখতে পারেন। এ বিষয়ে হার্ভার্ড এখনো কোনো মন্তব্য করেনি।
