ডেস্ক রিপোর্ট
বলিউডে আবারও নেপোটিজম এবং ক্ষমতার রাজনীতি নিয়ে সরব হয়েছেন সংগীত পরিচালক অমল মালিক। তার দাবি, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতো এবার কার্তিক আরিয়ানকে বলিউড থেকে সরিয়ে দেয়ার পরিকল্পনা চলছে।

এক সাক্ষাৎকারে অমল বলেন, বলিউডের কিছু প্রভাবশালী অভিনেতা ও প্রযোজক কার্তিকের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। কার্তিক একজন বাইরের ছেলে, কোনো গডফাদার ছাড়া শুধু নিজের পরিশ্রম ও প্রতিভা দিয়েই জায়গা করে নিয়েছে। আর এ কারণেই তাকে অপছন্দ করছেন অনেকে।
তিনি বলেন, বলিউডের অন্ধকার দিক এখন অনেকের সামনে পরিষ্কার। সুশান্ত বলিউডের চক্রান্তে কার্তিক আরিয়ান রাজপুতের ঘটনা তার বড় প্রমাণ। সুশান্তকে মানসিকভাবে দুর্বল করে তুলেছিল বলিউডের প্রভাবশালীরা। তার সঙ্গে অন্যায় করা হয়েছিল। কার্তিকের ক্ষেত্রেও ঠিক সেই চক্রান্ত চলছে।

অমল আরও জানান, এই ইন্ডাস্ট্রি এতটাই নির্মম যে, এখানে মানুষের জীবনও নিরাপদ নয়। যেকোনো সময় কাউকে সরিয়ে দেয়া বা মানসিকভাবে বিপর্যস্ত করে তোলা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন সুশান্তের মৃত্যুর ঘটনা বলিউডের অন্ধকার দিকের মুখোশ খুলে দেয়। এখন কার্তিক আরিয়ান নিয়েও নানা গুঞ্জন চলছে।
