অনলাইন ডেস্ক
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা চলাকালে কয়েক দফা ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। তবে হামলার সময় পুলিশ নিষ্ক্রিয় থাকায় এনসপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ক্ষোভ প্রকাশ করেছেন।
বুধবার (১৬ জুলাই) দুপুরে হামলার পর এক ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম লিখেছেন,
“গোপালগঞ্জে খুনি হাসিনার দালালরা আমাদের ওপর হামলা করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখেছে, কোনো বাধা দেয়নি। আমরা যদি বেঁচে ফিরি, তবে মুজিববাদের কবর রচনা করেই ফিরব— না হয় আর ফিরব না।”
তিনি আরও লিখেছেন,
“সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্র ও জনতাকে জেগে উঠতে হবে। দালালদের কবর রচনা করার আজই শেষ দিন।”
এর আগে সকালে পদযাত্রার সময়ও সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, টানা বৃষ্টির কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও অনেক নেতাকর্মী তখন সমাবেশস্থলে উপস্থিত ছিলেন না। এই সুযোগে হেলমেট পরা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশে হামলা চালান। চেয়ার-টেবিল ও মঞ্চ ভাঙচুর করা হয়। কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা খালপাড় এলাকা থেকে এসে হামলা চালায়। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
