অনলাইন ডেস্ক
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা ও তার সরকার যে ভয়াবহ অপরাধ করেছে, এমন অপরাধ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ও ঘটেনি।
আজ মঙ্গলবার বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত “জুলাই গণহত্যার বিচার: আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী” শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এই আয়োজন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
আসিফ নজরুল বলেন, “জুলাই গণহত্যার বিচারে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিচার যেভাবে হওয়া দরকার, সেভাবেই হচ্ছে। জনগণের বিচারের ওপর আস্থা রাখা উচিত। শেখ হাসিনার সরকার ভয়াবহ অপরাধ করেছে, আর আমরা এমনভাবে বিচার করব যেন ভবিষ্যতে কেউ প্রশ্ন তুলতে না পারে।”
তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এমনভাবে বিচার করতে চাই, যাতে কেউ এটি নিয়ে বিতর্ক করতে না পারে। আওয়ামী লীগ তাদের অপরাধের এমন প্রমাণ রেখে গেছে, যা দেখে কেউ এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না।”
আরও বলেন, “সরকার ইতিমধ্যে বিচারিক প্রক্রিয়ায় যা যা দরকার, সবই করছে। এর চেয়ে আর কী প্রমাণ চাই?”
ড. আসিফ নজরুল বলেন, “বর্তমান সরকারের কিছু ব্যর্থতা থাকলেও বিচার প্রক্রিয়ায় কোনো গাফিলতি নেই। কারণ বিচার একটি জটিল বিষয়। বিশেষ আইনের আওতায় বিচার হচ্ছে। শেখ হাসিনার সরকারের অপরাধের বিচার হবে—এই আশায় শহীদ পরিবার ও জনগণ শান্তি পাবে।”
