অনলাইন ডেস্ক
জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের মাকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে মাসুদ রেজা নামে পুলিশের এক কনস্টেবলকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) তাকে পিরোজপুর আদালতের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে যুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
জানা গেছে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ চলাকালে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে বুধবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে জেলা জজ আদালতের সামনে শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন কনস্টেবল মাসুদ রেজা। এ সময় স্থানীয় জনতা তাকে ঘিরে ফেলেন।
পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক জানান, “অশোভন মন্তব্য করার পর এলাকাবাসী মাসুদ রেজাকে আটক করে। আমরা কিছু নেতা দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করি এবং বিষয়টি পুলিশ সুপারকে জানাই।”
এ বিষয়ে ওসি রবিউল ইসলাম বলেন, “পুলিশ সুপার খান মুহাম্মাদ আবু নাসেরের নির্দেশে মাসুদ রেজাকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনসে পাঠানো হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
		