অনলাইন ডেস্ক
গত বছর বিপুল ভোটে জয়ী হয়ে হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে সংসদ সদস্য হয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কিন্তু বছর না ঘুরতেই রাজনীতি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন তিনি। এখন আর রাজনীতি তেমন উপভোগ করছেন না কঙ্গনা।
জনসাধারণের কাছ থেকে নালা পরিষ্কার ও রাস্তা মেরামতের মতো অভিযোগ পেয়ে বিরক্ত হয়েছেন তিনি। এ ধরনের বিষয় নিয়ে তাঁর কাছে অভিযোগ করা মোটেও ভালো লাগছে না বলে জানিয়েছেন। তাছাড়া, সংসদ সদস্য হিসেবে কাজ করে আয়ও তাঁর কাছে সন্তোষজনক নয়।
কঙ্গনা বলেন, “প্রথমে ভেবেছিলাম রাজনীতি খুব একটা কঠিন কিছু না। হালকাভাবেই সব সামলানো যাবে। সংসদে ৬০-৭০ দিন থাকলেই চলবে—এমনটাই বলা হয়েছিল। বাকি সময় নিজের মতো কাজ করা যাবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। অনেক সময় ও পরিশ্রম দিতে হয়।”
সংসদ সদস্য হওয়ায় অভিনয় থেকেও কিছুটা দূরে সরে গেছেন কঙ্গনা। এখন পর্যন্ত কেবল একটি ছবি—‘ইমার্জেন্সি’ মুক্তি পেয়েছে, যার কাজ তিনি এমপি হওয়ার আগেই শেষ করেছিলেন। এরপর নতুন কোনো ছবিতে অভিনয় শুরু করেননি। তবে শোনা যাচ্ছে, খুব শিগগিরই তিনি একটি হলিউড ছবির কাজ শুরু করবেন।
এদিকে কঙ্গনার একের পর এক মন্তব্যে বিজেপির ভেতরেও অস্বস্তি তৈরি হয়েছে। তিনি নিজেই বলেছেন, রাজনীতি তাঁকে টানছে না। এমন মন্তব্যের পর হিমাচল প্রদেশের মন্ত্রী জগৎ সিং নেগি বলেন, “যদি সংসদ সদস্য হয়ে কঙ্গনার আক্ষেপ থাকে এবং তিনি কাজ উপভোগ না করেন, তাহলে তাঁর উচিত অবিলম্বে পদত্যাগ করা।”
