অনলাইন ডেস্ক
রংপুর নগরের সিও বাজার এলাকায় একটি এলপিজি গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে একজন নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে অ্যাম্বুলেন্সসহ দাঁড়িয়ে থাকা অন্তত ১৩টি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় একটি চলন্ত দূরপাল্লার বাসের গ্লাস ভেঙে কয়েকজন যাত্রী আহত হন।
বিস্ফোরণের ফলে আশপাশের দোকান ও বাড়ি-ঘরের জানালার কাঁচ ভেঙে পড়ে, চালা উড়ে যায়, আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস উপস্থিত রয়েছে।
স্থানীয়রা জানান, গ্যাস স্টেশনটিতে কয়েক দিন ধরে লিকেজ থাকায় সেটি বন্ধ রাখা হয়েছিল। সেখানেই মেরামতের কাজ চলাকালে হঠাৎ বিস্ফোরণ ঘটে। ট্যাংক ও যন্ত্রাংশ ছিটকে পড়ে পার্কিংয়ে থাকা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়।
গ্যাস স্টেশনের পাশে থাকা একটি হোটেলের মালিক সোমা ইসলাম বলেন, ‘হঠাৎ বিকট শব্দে দোকান কেঁপে ওঠে। আমি ও কাস্টমাররা দৌঁড়ে বের হই। সিলিং ফ্যান পড়ে যায় এবং দোকানের মালপত্র নষ্ট হয়।’
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম জানান, নিহত ব্যক্তি স্টেশনের মেরামতকাজে নিয়োজিত প্রকৌশলী সোহাগ (৩৫)। আহতদের মধ্যে কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান ও কোতয়ালি থানার ওসি আতাউর রহমান নিশ্চিত করেন, স্টেশনটি লিকেজের কারণে সাত দিন ধরে বন্ধ ছিল এবং আজ তা মেরামত করা হচ্ছিল। কীভাবে বিস্ফোরণ ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।