অনলাইন ডেস্ক
যশোর শহরের বকুলতলায় অবস্থিত বঙ্গবন্ধুর একটি মুর্যাল পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। রোববার (১৩ জুলাই) সকাল থেকে বুলডোজার দিয়ে মুর্যালটি ভাঙার কাজ শুরু হয়। সেখানে এখন ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ নির্মাণ করা হবে। সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই স্মৃতিসৌধ নির্মাণের কাজ শুরু হবে।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল হোসেন জানিয়েছেন, মুর্যাল ভাঙার পর আশপাশের দেয়ালও ভেঙে ফেলা হবে, যাতে রাস্তার সঙ্গে সংযুক্ত হয়ে ওই এলাকার যানজট কমানো যায়।
যশোর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, স্মৃতিসৌধ নির্মাণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত বিভাগ যৌথভাবে কাজ করছে। এ প্রকল্পে বরাদ্দ হয়েছে ১৪ লাখ টাকা। স্মৃতিসৌধটির উচ্চতা হবে ১৮ ফুট এবং প্রস্থ ছয় ফুট।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ঐতিহাসিক ‘জুলাই আন্দোলন’-এর সময়কার বিভিন্ন প্রেরণাদায়ক স্লোগান এই স্মৃতিসৌধে খোদাই করে লেখা হবে। এসব স্লোগানে উঠে আসবে জনগণের প্রতিবাদ, সাহস ও প্রতিরোধের ভাষা। ভবিষ্যৎ প্রজন্মকে এসব স্লোগান স্মরণ করিয়ে দেবে যে, জনগণের আন্দোলন কতটা শক্তিশালী হতে পারে। স্মৃতিসৌধটি যশোরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
