অনলাইন ডেস্ক
বিয়ের দুই বছর পর বাবা-মা হয়েছেন বলিউড তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা। মা ও নবজাতক—দুজনই সুস্থ আছেন।
এর আগে গত শনিবার এক চিকিৎসকের কাছে যান সিদ্ধার্থ ও কিয়ারা। এ সময় পাপারাজ্জিরা তাঁদের ছবি তুলতে ভিড় করলেও সাবধানে হাসপাতালে প্রবেশ করেন সিদ্ধার্থ।
গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০২৩ সালে বিয়ে করেন এই তারকা জুটি। চলতি বছরের শুরুতেই তাঁরা প্রথম সন্তানের আগমনের খবর দেন। এরপর থেকেই ভক্তদের মধ্যে অপেক্ষা ছিল এই খুশির খবরের।
জানা গেছে, কিয়ারা নরমাল ডেলিভারির মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বিয়ের পরও দুজনকে নিয়মিত কাজে দেখা গেলেও অন্তঃসত্ত্বা হওয়ার পর কাজ থেকে বিরতি নেন। মাতৃত্বের সময়টি কিয়ারা উপভোগ করেছেন বলে জানা গেছে।
সন্তান জন্মের খবর ছড়িয়ে পড়তেই সিদ্ধার্থ ও কিয়ারাকে অভিনন্দন জানাচ্ছেন তাঁদের ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা।
