অনলাইন ডেস্ক
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে গ্যাসভর্তি বেলুন বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১১ জন আহত হন।
আহতরা হলেন: মো. মাজহারুল ইসলাম (২৭), মো. বিল্লাল (৪৫), মো. ফাহাত (২০), মো. মুনসুর ইসলাম (৩৮), মো. শরীফ (৩২), মো. পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মো. মিশু (২৩), মো. মিহাত (১৭) এবং আসিফ হোসাইন আকাশ (২১)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহত ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরে সবাইকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
আয়োজকদের দাবি, গত বছর এই দিনে দুপুর ২টা ২৫ মিনিটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন। সেই ঘটনার স্মরণে হেলিকপ্টারের মতো একটি গ্যাস বেলুন উড়ানো হয়েছিল। সেখানেই বিস্ফোরণ ঘটে।
