ডেস্ক রিপোর্ট
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি আশে পাশে থাকলে’-র ‘রাঙা কাম্মা’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী সুমি হর চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে।
সম্প্রতি বর্ধমান শহরের একটি এলাকায় পথভ্রষ্ট অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যায় সুমিকে। হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি আশ্রয়ের খোঁজে দাঁড়িয়ে পড়েন। তখন কিছু স্থানীয় মানুষ তাঁর সঙ্গে কথা বলেন এবং ধীরে ধীরে বোঝেন তিনি একজন টিভি অভিনেত্রী।
তবে ঠিকানা বা নিজের সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে বিভ্রান্তিকর উত্তর দিতে থাকেন তিনি। পরে স্থানীয়রা পুলিশের সহযোগিতা নিলে তাঁকে ‘মিশনারিস অফ চ্যারিটি’ তে আশ্রয় দেওয়া হয়।
ছবি সংগৃহিতসুমি দীর্ঘদিন ধরেই টেলিভিশন ও মঞ্চে অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতেও একটি নাট্যদলের সঙ্গে কাজ করছিলেন। কিন্তু তিনি কেন বর্ধমানে এসেছিলেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
জানা গেছে, সুমির পরিবার বলতে রয়েছে শুধু একমাত্র মেয়ে যার সঙ্গেও সম্পর্ক নেই বললেই চলে। মা কিংবা অন্য আত্মীয়দের সঙ্গেও তার যোগাযোগ নেই। এছাড়া টলিউডে কাজ করলেও কারও সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠেনি তাঁর। ফলে কেউ তাঁর খোঁজও রাখছিলেন না।
স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন, সুমি নাকি কিছুদিন ধরে মাদকে আসক্ত ছিলেন। তবে এই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এই খবরে হতবাক হয়েছেন তাঁর সহকর্মীরাও। অনেকেই প্রশ্ন তুলেছেন বিনোদন জগতে কাজ না থাকলে কি শিল্পীরা এভাবে হারিয়ে যান? সত্যিই কি এই জগতে বন্ধুত্ব টেকে না?
বর্তমানে সুমি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তবে মানসিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসা ও সহানুভূতির প্রয়োজন রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন এখন তিনি নিরাপদে আছেন।
বিনোদন দুনিয়ার অনেক তারকাই কাজ হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। কেউ লড়াই করেন, কেউ একেবারে হারিয়ে যান। সুমির ঘটনাও যেন সেই চিত্রেরই একটি অংশ। তাঁর এমন পরিণতির পেছনে কাজের অভাব, না কি ব্যক্তিগত জীবনের টানাপড়েন এই প্রশ্নের উত্তর এখনো অজানা।
তবে ভক্তরা সবাই একটাই প্রার্থনা করছেন, সুমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।