অনলাইন ডেস্ক
কুমিল্লার মুরাদনগরে মাদক কারবারের অভিযোগ তুলে এক মা, তার ছেলে ও মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানার অন্তর্গত আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া এবং মেয়ে জোনাকি। রোকসানার আরেক মেয়ে রুমা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, স্থানীয়দের অভিযোগ, ওই পরিবার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ অভিযোগের পরিপ্রেক্ষিতেই এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।