অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমান দুর্ঘটনায় নিহত ছয়জনের পরিচয় শনাক্ত করেছে সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ)। দুর্ঘটনায় নিহতদের মরদেহ বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হয়। এ জন্য ১১ জন স্বজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালানো হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সিআইডির ফরেনসিক ইউনিটের ডিআইজি মো. জামশের আলী জানান, পাঁচটি মরদেহের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন খান বলেন, গত দুইদিনে উদ্ধার হওয়া ছয়টি মরদেহ বা দেহাবশেষ থেকে ১১টি নমুনা সংগ্রহ করে ফরেনসিক বিভাগ। এর মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করা গেছে।
শনাক্ত হওয়া মরদেহগুলোর পরিচয়:
১. ওকিয়া ফেরদৌস নিধি
বাবা: মো. ফারুক হোসেন, মা: সালমা আক্তার
(পিএম নম্বর: ৬২৫)
২. লামিয়া আক্তার সোনিয়া
বাবা: মো. বাবুল, মা: মাজেদা
(পিএম নম্বর: ৬২৬, ৬৩১, ৬৩২, ৬৩৩-M৯, ৬৩৩-M১০, ৬৩৩-M১১)
৩. আফসানা আক্তার প্রিয়া
বাবা: মো. আব্বাস উদ্দিন, মা: মিনু আক্তার
(পিএম নম্বর: ৬২৭, ৬২৮)
৪. রাইসা মনি
বাবা: মো. শাহাবুল শেখ, মা: মিম
(পিএম নম্বর: ৬২৯)
৫. মারিয়াম উম্মে আফিয়া
বাবা: আব্দুল কাদির, মা: উম্মে তামিমা আক্তার
(পিএম নম্বর: ৬৩০)
এর আগে বুধবার (২৩ জুলাই) পর্যন্ত সিআইডি সম্মিলিত সামরিক হাসপাতালে থাকা ছয়টি মরদেহ থেকে ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করে। সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার শম্পা ইয়াসমিন জানান, এ নমুনার বিপরীতে ১১ জন স্বজন রক্তের নমুনা দিয়েছেন, যাদের মধ্যে এক পরিবারের একাধিক সদস্যও ছিলেন।