আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে পাঞ্জাব কিংসের মালিক এবং বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। কিছুদিন আগে রাজস্থান রয়্যালসের এক ব্যাটসম্যানের সঙ্গে ‘ভুয়া আলিঙ্গনের’ ছবি ছড়িয়ে পড়ায় রেগে গিয়েছিলেন তিনি। এবার খেপেছেন তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে। পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচে একটি বিতর্কিত ছক্কার সিদ্ধান্ত ঘিরে ক্ষোভ ঝেড়েছেন তিনি।
কি ঘটেছিল মাঠে?
ঘটনাটি ঘটে পাঞ্জাব ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে। দিল্লির বোলার মোহিত শর্মার করা ডেলিভারিতে পাঞ্জাবের ব্যাটার শশাঙ্ক সিং বলটি লং অনের ওপর দিয়ে উড়িয়ে মারেন। সীমানার কাছাকাছি দাঁড়িয়ে থাকা করুন নায়ার বলটি এক পা ভেতরে রেখেই ধরে ফেলেন এবং সঙ্গে সঙ্গে ছক্কার ইশারা দেন। তাঁর দাবি ছিল, ক্যাচ নেওয়ার সময় তাঁর পা বাউন্ডারি দড়িতে লেগেছে।
কিন্তু তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে ঠিক উল্টো সিদ্ধান্ত দেন। তাঁর মতে, ক্যাচ নেওয়ার সময় নায়ারের পা দড়িতে লাগেনি। ফলে ছক্কার বদলে হয় মাত্র ১ রান। অথচ ব্যাটাররা ছক্কার ইশারা দেখে স্বাভাবিকভাবে দৌড়াননি, বাড়তি রান নেওয়ার সুযোগ থাকলেও নেয়নি।
প্রীতির প্রতিক্রিয়া
ম্যাচ শেষে প্রীতি জিনতা এক্স (প্রাক্তন টুইটার)-এ লিখেছেন, “এই পর্যায়ের টুর্নামেন্টে এত প্রযুক্তি থাকা সত্ত্বেও এমন ভুল সিদ্ধান্ত একেবারেই গ্রহণযোগ্য নয়। ম্যাচের পর আমি করুন নায়ারের সঙ্গে কথা বলেছি, সেও নিশ্চিত করেছে যে ওর পা দড়িতে লেগেছিল এবং ওটা ছক্কা ছিল।”
এই একটি রান নিয়েই যত ক্ষোভ। কারণ ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি ম্যাচ জিতে যায় ৩ বল বাকি থাকতে। যদি ওটা ছক্কা হতো, পাঞ্জাবের রান বেড়ে ২১১-তে পৌঁছাত। হয়তো ফলাফল বদলে যেত। ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এমন মুহূর্তেই ভুল সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না প্রীতি জিনতা।
টি-টোয়েন্টির মতো টানটান ফরম্যাটে একেকটি রানই হয়ে উঠতে পারে ম্যাচ নির্ধারক—এটাই হয়তো তাঁর ক্ষোভের মূল কারণ।
