অনলাইন ডেস্ক
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। কিন্তু ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করে সেই আশায় ধাক্কা খেল অর্পিতা–প্রীতিরা।
এ ফলাফলে ভারতের জন্য সমীকরণ আরও সহজ হয়েছে। আজ নেপালকে হারালেই তারা চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে, বাংলাদেশের শিরোপার আশা এখন নির্ভর করছে নেপালের জয় বা অন্তত ড্রয়ের ওপর।
ভুটানের চ্যাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচের শুরুটা দুর্দান্ত ছিল বাংলাদেশের। ষষ্ঠ মিনিটে ভুটান গোলরক্ষকের ভুল কাজে লাগিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন পূর্ণিমা মারমা। এরপর একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি প্রীতি ও মামোনি।
অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে ভুটানের চোরতেন জাংমোর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। বিরতির পরও গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ, কিন্তু শট ক্রসবারে লেগে ফিরে আসে কিংবা গোলরক্ষক আটকে দেন। ফলে শেষ পর্যন্ত ১-১ গোলেই সন্তুষ্ট থাকতে হয় তাদের।
প্রথম লেগে ভুটানকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। তবে আজকের ড্রয়ের পর ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে তারা। ভারতের ঝুলিতে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। তাই ভারত নেপালকে হারালেই তাদের হাতে উঠবে শিরোপা। বাংলাদেশের শেষ ম্যাচটি ভারতের বিপক্ষে এখন নিয়মরক্ষার হয়ে দাঁড়াতে পারে।
		