অনলাইন ডেস্ক
শুরু থেকেই বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার পাশে ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে, পরে সরাসরি রাজপথে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে সক্রিয় অংশ নেন তিনি। আজ মঙ্গলবার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বছর পূর্তিতে নিজের অনুভূতি জানালেন এই অভিনেত্রী।
একটি ফেসবুক পোস্টে বাঁধন লিখেছেন,
‘জুলাই আন্দোলন ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই আন্দোলন আমাকে আশার আলো দেখিয়েছিল। দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সাহস দিয়েছিল। তবে এই সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। তবুও আমি সেই সাহসী সিদ্ধান্ত নিয়েছিলাম।’
তিনি আরও লেখেন,
‘আমরা এক হয়েছিলাম এমন একটি রাষ্ট্রের বিরুদ্ধে, যে রাষ্ট্র নিজের জনগণের টাকায় কেনা অস্ত্র তাক করেছিল সেই জনগণের দিকেই। কোনো কারণ ছাড়াই মানুষকে গ্রেপ্তার করা হচ্ছিল, নির্দোষ মানুষ প্রাণ হারাচ্ছিল। রিয়া মণির মতো শিশুরাও জীবন দিয়েছিল, যাদের বুঝে উঠারও সময় হয়নি—কেন তারা জীবন দিচ্ছে।’
বাঁধন বলেন,
‘আমরা আন্দোলনে এক হয়েছিলাম আমাদের অধিকার আর দেশের প্রতি ভালোবাসা থেকে। সেটা ছিল একটি স্মরণীয় সময়। আমরা ভালো কিছু পাওয়ার স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন আমি আজও লালন করি।’
উল্লেখ্য, এর আগেও বাঁধন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন।