অনলাইন ডেস্ক
সিলেটে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ জাতীয় দল। এর মধ্যেই দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খবর—ওপেনার তানজিদ তামিম নাকি বাগদান সেরেছেন। তার নামে খোলা একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট আসায় কয়েকটি গণমাধ্যমও সেটিকে উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করে। তবে পোস্টটি ভেরিফায়েড কোনো পেজে ছিল না।
বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দ্বিতীয় মাঠে যাওয়ার পথে কয়েকজন সাংবাদিক অভিনন্দন জানালে তানজিদ তামিম মুচকি হেসে বলেন,
“আরে ভাই, এক বছর আগেই বিয়ে করেছি।”
এ কথা শোনার সঙ্গে সঙ্গে উপস্থিত সাংবাদিকদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
তামিমের পাশে থাকা নাজমুল হোসেন শান্ত মজা করে বলেন,
“এক বছর আগে করছ, দেখাইছ এক বছর পর, তাহলে তো মুশকিল!”
সঙ্গে থাকা জাকের আলীও রসিকতায় শামিল হন।
বাংলাদেশ দলের ভেতরের এই হালকা মুহূর্ত আসলে তাদের প্রাণবন্ত পরিবেশেরই প্রতিফলন। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা টি–টোয়েন্টি সিরিজ জয়ের পর লিটনদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে তিন ম্যাচের সিরিজ খেলে দলটি এশিয়া কাপের জন্য নিজেদের আরও প্রস্তুত করতে চায়।