অনলাইন ডেস্ক
সংবাদ সম্মেলন শেষে হোটেলে ঢুকতেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম মজা করে বললেন অ্যালেক্স মার্শালকে, “দেখেছ, কেমন জনপ্রিয়তা ক্রিকেটের…!” জবাবে মার্শালও হেসে আমিনুলকে বললেন, “তুমিও তো এখানে বেশ জনপ্রিয়…!”
বাংলাদেশে ক্রিকেট যেমন জনপ্রিয়, তেমনি ফিক্সিংয়ের প্রভাবও বাড়ছে। এই সমস্যার মোকাবিলায় যুক্তরাজ্যের দুর্নীতি দমন বিশেষজ্ঞ অ্যালেক্স মার্শালকে এক বছরের চুক্তিতে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে আনা হয়েছে। গতকাল রাতে তিনি ঢাকায় পৌঁছান।
আজ সকালে তিনি বিসিবির মানবসম্পদ পুনর্গঠন প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং দুর্নীতি দমন ইউনিটের নতুন কাঠামো নিয়ে প্রেজেন্টেশন দেন। পরে সাংবাদিকদের বলেন, “আমরা একটি নৈতিকতা বিভাগ গড়ে তুলব। এর মাধ্যমে সবাইকে সচেতন করা হবে। খেলোয়াড়রা বুঝবে দুর্নীতির বিপদ কী। ভেতরে ভেতরে নিরাপত্তা জোরদার করা হবে। দুর্নীতিবাজরা বাংলাদেশে টিকতে পারবে না, তাদের দেশছাড়া করা হবে।”
আইসিসির দুর্নীতি দমন ইউনিটে সাত বছর কাজ করার অভিজ্ঞতা থেকে মার্শাল বলেন, দুর্বল ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দুর্নীতির ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। বিপিএল নিয়েও তিনি সতর্ক করে বলেন, “ফ্র্যাঞ্চাইজি লিগ পেশাদারভাবে না চললে দুর্নীতিবাজদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তাই বিপিএলকে সম্পূর্ণ পেশাদারভাবে ও নিরাপদভাবে পরিচালনা করতে হবে।”
তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রিকেটার, কোচ ও কর্মকর্তাদের নৈতিকতা শিক্ষা দেওয়া হবে—যাতে তারা দেশের আইন, ইসলামি মূল্যবোধ ও নিয়মকানুন সম্পর্কে সচেতন হয়। এছাড়া, ডোপিং–বিরোধী কার্যক্রমও তাঁর দায়িত্বের মধ্যে থাকবে।