বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিচার, সংস্কার ও নির্বাচন—সবকিছুই দ্রুত হওয়া জরুরি। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের জনগণ আর কতদিন অপেক্ষা করবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, দেশের জনগণ বারবার গণতন্ত্রের জন্য আন্দোলন করেও বারবার পেছনে ফিরে যাচ্ছে, যেন সাপ-লুডুর খেলায় ৯৩ থেকে ৩ নম্বরে নেমে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, কিছু পক্ষ বিচার-সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত করতে চাইছে, যা জনগণের সঙ্গে প্রতারণা।
তিনি বলেন, সরকারের সময়ের অন্যায়-অপরাধের বিচার অবশ্যই করতে হবে, তবে সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন আটকে রাখা উচিত নয়। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
নজরুল ইসলাম খান আরও বলেন, গণতন্ত্র নিজেই একটি সংস্কার, তাই বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে ও দ্রুত হওয়া দরকার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাগপা, লেবার পার্টি, এনডিপি ও সাম্যবাদী দলের নেতারা।