অনলাইন ডেস্ক
বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত আবারও নায়িকাদের সঙ্গে সহ-অভিনেতাদের আচরণ নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি তিনি বলিউডের অনেক নায়ককে ‘অভদ্র’ বা বেত্তমিজ হিসেবে সমালোচনা করেছেন। কঙ্গনার অভিযোগ, এই নায়করাই নায়িকাদের গুরুত্বহীনভাবে দেখে এবং অপেশাদার আচরণ করেন।
কঙ্গনা জানিয়েছেন, এই ধরনের আচরণ তিনি কখনোই মেনে নেননি, যদিও এর কারণে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
‘হটারফ্লাই’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যেসব নায়কের সঙ্গে তিনি কাজ করেছেন, তাদের অনেকেই ভীষণ অভদ্র। এটি যৌন প্রস্তাবের সঙ্গে সম্পর্কিত নয়, বরং শুটিংয়ে দেরিতে আসা, বাজে ব্যবহার করা, নায়িকাকে ছোট করে দেখা এবং সামান্য সুবিধা না দেওয়া ইত্যাদি কারণে সমস্যা হয়েছে।
এই আচরণ মেনে না নেওয়ায় কঙ্গনার বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে, যেখানে অন্য নায়িকারা সাধারণত চুপ থাকতেন। তখন তার ওপর ‘অহংকারী’ আচরণের অভিযোগ তোলা হতো।
কঙ্গনা ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর ‘ও লামহে’ এবং ‘লাইফ ইন অ্যা মেট্রো’ সিনেমায় অভিনয় করেন। ২০০৮ সালে ‘ফ্যাশন’ সিনেমার জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। পরে ‘কুইন’ ও ‘তনু ওয়েডস মনু’ সিনেমার সাফল্যে বলিউডে নিজের জায়গা শক্ত করেন। এখন পর্যন্ত তিনি চারটি জাতীয় পুরস্কার জিতেছেন।
তার সর্বশেষ সিনেমা ‘ইমার্জেন্সি’। এটি কঙ্গনা নিজেই পরিচালনা ও সহ-প্রযোজনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন।
[সূত্র: টাইমস অব ইন্ডিয়া]
