অনলাইন ডেস্ক
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এবার গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।
পাসের হার ও জিপিএ-৫ কমার কারণ ব্যাখ্যা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর জানান, এবার উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে, ওভার মার্কিং বা আন্ডার মার্কিং করা হয়নি। ফলে প্রকৃত পাসের হার প্রকাশ সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকায় শিক্ষা বোর্ডের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল বিশ্লেষণ তুলে ধরার সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, গত বছরগুলোর মতো এবার আর ‘সাবজেক্ট ম্যাপিং’ বা অতিরিক্ত নম্বর দিয়ে পাসের হার বাড়িয়ে দেখানো হয়নি।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পাসের হার ৬৮.৪৫ শতাংশ। এর মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ড—৭৭.৬৩ শতাংশ। এরপর আছে যশোর বোর্ড—৭৩.৬৯ শতাংশ।
অন্যান্য বোর্ডগুলোর পাসের হার:
কারিগরি: ৭৩.৬৩%
চট্টগ্রাম: ৭২.০৭%
মাদরাসা: ৬৮.০৯%
সিলেট: ৬৮.৫৭%
ঢাকা: ৬৭.৫১%
দিনাজপুর: ৬৭.০৩%
কুমিল্লা: ৬৩.৬০%
ময়মনসিংহ: ৫৮.২২%
বরিশাল: ৫৬.৩৮%