অনলাইন ডেস্ক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ কেন আবার নির্বাচনী প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত (শিডিউলভুক্ত) করা হচ্ছে—সে বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
পোস্টে তিনি লিখেছেন,
“অভিশপ্ত ‘নৌকা’ প্রতীকটিকে আপনারা কোন যুক্তিতে আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনারা কি গণ-অভ্যুত্থানকে এভাবে অগ্রাহ্য করলেন? কারা আপনাদের দিয়ে এই এজেন্ডা বাস্তবায়ন করাচ্ছে?”
তিনি আরও লেখেন,
“পরাজিতদের স্বপ্নের ‘রিফাইন্ড আওয়ামী লীগ’কে আবার সেই পুরোনো প্রতীক ফিরিয়ে দিতে চান? একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের কাছে এই প্রশ্ন রাখছি।”
		