অনলাইন ডেস্ক
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, শুধু ভালো প্রকৌশলী তৈরি করলেই চলবে না, দেশের উপকারে আসতে হলে ভালো মানুষও হতে হবে। একটি প্রতিষ্ঠানের বড় দায়িত্ব হলো একজন ভালো মানুষ তৈরি করা। নৈতিক শিক্ষা ছাড়া সমাজে কেউ প্রকৃত অবদান রাখতে পারে না।
শনিবার (১৯ জুলাই) মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) অনুষ্ঠিত ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শুধু ভালো প্রকৌশলী হলেই হবে না, সততা ও শৃঙ্খলাবোধ থাকতে হবে। আমরা অনেক মেধাবী মানুষ তৈরি করছি—যেমন শিক্ষাবিদ, প্রকৌশলী, চিকিৎসক, প্রশাসক ও সামরিক কর্মকর্তা। কিন্তু যদি তাদের নৈতিক শিক্ষা না থাকে, যদি তারা ভালো মানুষ না হয়, তাহলে তারা দেশকে প্রকৃতভাবে উপকৃত করতে পারবে না।
সেনাপ্রধান আরও বলেন, আমি সবসময় শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নৈতিকতাকে গুরুত্ব দিতে বলি। একজন ভালো প্রকৌশলী হওয়ার পাশাপাশি একজন সৎ ও দায়িত্বশীল নাগরিক হওয়া প্রয়োজন। তাহলেই তারা হবে দেশের গর্ব।
সম্মেলন সম্পর্কে তিনি বলেন, এই আয়োজন প্রযুক্তি ও গবেষণার নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। এখানে নানা বিষয়ে আলোচনা হয়েছে, নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কথা হয়েছে, যা ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।
তিনি উপস্থিত গবেষক, প্রতিনিধি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে যে আন্তরিকতা দেখিয়েছেন, তা প্রশংসনীয়। ভবিষ্যতে আপনাদের আবার স্বাগত জানাতে চাই।
শিক্ষার্থী ও নতুন গবেষকদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, সাহস নিয়ে এগিয়ে চলুন, কৌতূহলী থাকুন এবং নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যান। এ ধরনের সম্মেলন আপনাদের শিক্ষা ও কর্মজীবনের গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠতে পারে।
