অনলাইন ডেস্ক
আগামী কয়েক দিন দেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘নির্বাচন নির্ধারিত সময়েই হবে। প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন, তার একদিন পরেও হবে না।’
আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, “আগামী চার-পাঁচ দিন দেশের রাজনৈতিক সমঝোতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ নিয়ে কাজ চলছে। ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান’-এর বর্ষপূর্তি সামনে রেখে উদ্যোগ নেওয়া হচ্ছে।”
নির্বাচন নিয়ে তিনি বলেন, “প্রথমে এপ্রিলে নির্বাচনের কথা বলা হয়েছিল। পরে লন্ডনে জানানো হয়, যদি বড় ধরনের সংস্কার হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুল হক এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।