জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে অনুষ্ঠিত হবে—এমন ঘোষণা আগেই দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর এই ঘোষণায় কেউ কেউ সন্তোষ প্রকাশ করলেও, বিএনপিসহ কয়েকটি দলের নেতারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করেছেন।
রবিবার (১ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “নির্বাচন আগে হতে পারে, তবে ৩০ জুনের পর নয়। নির্বাচন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে—যেকোনো মাসে হতে পারে। কিন্তু ৩০ জুনের পর হবে না।”
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার জাপান সফরসহ সমসাময়িক বিষয়গুলো তুলে ধরা হয়। এতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আগামীকাল সোমবার (২ জুন) বিকেল ৪টায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি আরও জানান, সংস্কার প্রক্রিয়ায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। এই আলোচনা দ্বিতীয় দফায় শুরু হচ্ছে এবং তা দ্রুত শেষ হবে বলে আশা করা হচ্ছে। আলোচনার পর ‘জুলাই চার্টার’ বিষয়ে একটি সুস্পষ্ট ঘোষণা আসবে বলেও তিনি উল্লেখ করেন।